হৃদয় ফাঁকা
বিজন বেপারী।
স্বয়ং গৃহ ব্যতিত যদি
রইলে অন্যের গৃহে,
হৃদয়ে শান্তি পাবে না তুমি
যতই থাক মতে।
চারিদিকে সবই আছে
তবু হৃদয় ফাঁকা,
ভালো লাগেনা কোন কিছু
আপন স্বজন ছাড়া।
পড়ার সময় মনে পড়ে
বাবা কেমন আছে?
শীতের সন্ধ্যায় মা যে আমার
কত কষ্ট করে।
বাসায় যখন থাকি আমি
মা অতি যত্নে,
রান্না-বান্না করে শেষে
খাবার খেতে ডাকে।
অন্যের ঘরে পরের অধীন
যখন ইচ্ছে দেয়,
সকালের নাস্তা দুপুরে আসে
দুপুরের টা সন্ধ্যায়।
বাবার দেয়া আদর্শ গুলো
অপমান সহ্য করে,
থাকতে হলে মানতে হবে
অকথ্য ভাষা সয়ে।
গভীর নিশিতে নয়নের জলে
উপাধান যায় ভিজে,
বলি হে ঠাকুর,সইতে থাকি
দুঃখ দূরে যাবে।