Skip to content

হৃদয়ে বঙ্গবন্ধু হাবিবুর রহমান নিরব

লাল সবুজের মানচিত্রে
মুজিব বাংলার প্রাণ,
জীবন দিয়ে রক্ষা করেছ
বাংলাদেশের মান।

তোমার হুংকারে কেঁপেছে
অত্যাচারির দল,
তোমার বীরত্বের ইতিহাস
থাকবে চিরকাল।

রেসকোর্স ময়দানে দিয়েছ
অগ্নিঝরা ভাষন,
ঝাপিয়ে পড়ে বীর বাঙ্গালী
বন্ধ হলো নির্যাতন।

মুক্তি পেল অসহায় মানুষ
আর নয় পরাধীনতা,
বঙ্গবন্ধুর অবদানে পেলাম
স্বপ্নময় স্বাধীনতা।

আগস্ট মাসে মনটা কাঁদে
শোকে হই মুহ্যমান,
বাঙ্গালী তোমায় ভুলবেনা
তুমি হৃদয়ে বিদ্যমান।

মন্তব্য করুন