উতুম ভুতুম হুতুম পেঁচা,
চোখে তার কি আলো!
আঠারো গলা, মজার ভাষায়
ডাকে— হো হো হা হা হো।
কালো পাখা মেলে ডালে,
কদম গাছে বাসা—
নাচে গায়ে কৌতুক করে,
শোনে জোনাক ভাষা।
রাতের বেলা ঘুরে বেড়ায়,
চাঁদের সাথে খেলে।
পেঁচার রাজা, বনের বন্ধু—
রাত জাগে উচ্ছ্বলে।
—