হিজাব আমার অহংকার
হিজাব আমার বর্ম , আমার গর্ব
আমার আত্মরক্ষার হিরন্ময় হাতিয়ার
ওৎ পেতে থাকা হায়েনার দৃষ্টি থেকে বাঁচা
ঈগল-চোখের লক্ষ্য এড়িয়ে চলা
পোশাক তোমার যেমন স্বাধীনতা
পোশাক আমার তেমন স্বাধীনতা
আমার দেহের সীমানা আমিই নির্ধারণ করবো
কতটা আচ্ছন্ন কতটা প্রকাশ আমিই করবো ঠিক
কী আছে না আছে আমার শরীরে
প্রদর্শন করার আগ্রহ আমার নেই
আমি তো আর বারাঙ্গনার পোশাকে নেই
আমার অঙ্গসৌষ্ঠব গোপনই থাক
কোন্ পোশাকে আমার স্বাচ্ছন্দ তা আমি জানি
শোভন অশোভনের সীমারেখা নিজস্ব চিন্তাধারা
তা নিয়ে অহেতুক হৈ চৈ করে লাভ নেই
হিজাব তো আর অশালীন নয়
তাই হিজাব আমার অহংকার
হিজাব আমার সুরক্ষিত বর্ম
তাই হিজাব আমার হিরন্ময় হাতিয়ার ।