Skip to content

হিংসে – প্রশান্ত শঙ্কর

হিংসে (১)
   সব কিছুই ফেরত নিলে ,
                   সব মুহূর্ত ,সব সংলাপ ।
   মনে রাখার জন্য,
                    নাহয় হিংসে টুকু থাক ।

           হিংসে (২)
   সাদা থানে শরীর ঢেকে দিলো ,
   উপরি পেলাম অনন্ত দিন ছুটি ।
   আমার প্রাপ্তি সহ্য হয়না তোর ,
   কেঁদে ভাসালি,এমনই  হিংসুটি ।

মন্তব্য করুন