Skip to content

হাত ধরো – আনোয়ার হোসেন চৌধুরী

হাত ধরো,
তোমাকে নিয়ে যাবো,
বালক ঘুড়িটি শেষ যেখানে-
সুতা কেটে পালিয়েছিলো।
ভুলে যাও আমাদের,
নামহীন, পরিচয়হীন ভূগোল।
আমাদের ঠিকানা কোথাও যাবে না,
গন্তব্যের কাগজটাই আবোল তাবোল।
জানিনা কাল ঘুম ভাঙ্গবে কার স্বপ্নে,
সে আছেই বা কোনখানে?
কতটুকু বাঁধবে, কতটুকই বা সাধবে-
কে জানে।
দূরত্ব বেড়ে মাতাল হয়েছি,
অপচয় করছি কামনার বিষ।
গোপন করেছি মনুষ্য আকাল,
তারা খসা অহর্নিশ।
আমি পুরুষ,
মহাবিশ্বের আদিমতম জন্ম সুত্র-
পিতার সাদৃশ্যে আমি পুত্র।
ধমনিতে নিয়ে চর্যিত দাসত্ব-
লক্ষ্য যুগের গন্ধ ছাড়েনি,
বহুগামিতার ঘুন ছাড়েনি,
মাংস দলায় রাজত্ব।

হাত ধরো
আমি তোমাকে নিয়ে যাবো যাদুর শহরে,
ভুলে যাও কে তুমি-
বা কে আমি।
ভুলে যাও সব পায়ে হাটা পথ প্রহরে-
হ্লুদ লাইন কিংবা সাদা।
চুল এলিয়ে এক ধারে,
আচল ছেড়ে অন্য পাড়ে চেয়ে আছো,
খুঁজছ কাহারে?
দোলে দোলে দুল কানে,
ছলে বলে পুরনো গানে,
বুকের চুড়া ছুয়ে ছুয়ে,
যখন জোছনা গলবে পাহাড়ে,
তখন লুকাবে কোথায় তাহারে?
অন্ধকার নেমেছে যে খাদে-
ধুমকেতু হয়ে কখনো যাইনি,
পড়িনি সেই ফাঁদে।
তবূও যে রঙ কথা বলে ঠোটে,
জল হয়ে তা ভিজে যায়-
নিতম্বের সরু ফাঁকে।
নারী তুমি মরনের মতো,
ডাকছো আজ কাকে?

হাত ধরো,
হারিয়ে যাওয়ার আগে,
নিয়ে নাও, যতটুকু পাও ভাগে,
জেনে গেছো তুমি-
শরীর তোমার কতটুকু জাগে,
কতটুকু স্পর্শই বা লাগে।
সাদা কালো চোখে যতদুর তাকাও,
তারচেয়ে বেশি দ্যাখো আমারে।
থতমত শহরে আবাদ করেছি,
ভালোবাসা রোপন করেছি,
আমাদের গোপন খামারে।
হলে বীজের ভাবনা,
তা থেকে চারা,
নেই কোন তাড়া,
হয়োনা একা হারা।
দ্রাক্ষা জলে গজিয়ে উঠবে-
ভুমির বুকে তরু।
শেকড় ছড়িয়ে হ্রদের তিরে,
হারিয়ে বনের ভিড়ে,
উর্বরা তুমি-
অপেক্ষায় করেছো ইচ্ছে গুলোন পুরু।
সরে গেছে, ভেংগে গেছে,
যে স্বপ্নের কখনো হয়নি শুরু।
আমি আছি দূরে বহু দূরে,
কফির গন্ধে উড়ে উড়ে-
শতবর্ষী কোন এক ভৌগোলিক অবস্থানে।
হাত ধরো,
ধরে থাকো।
ছেড়ো না,
যেতে দিও না আমায় কোনখানে।

………………..
১০ আগস্ট, ২০২৪
মন্ট্রিয়াল, ক্যানাডা

মন্তব্য করুন