লাল গুঙুর পায়,
শুধুই প্যাঁকপ্যাঁকায়,
যেথায় হাগে সেথায় খায় —
স্নান করেও তায়।
শাপলা ফুলের শোভাতে,
গন্ধে ভরা কলমিতে,
বিলে ভেসে যায়।
দিবস ভরে আহার করে,
সন্ধ্যা হলেই বাসায় ফেরে —
কোনো শঙ্কা নাই।
লাল গুঙুর পায়,
শুধুই প্যাঁকপ্যাঁকায়,
যেথায় হাগে সেথায় খায় —
স্নান করেও তায়।
শাপলা ফুলের শোভাতে,
গন্ধে ভরা কলমিতে,
বিলে ভেসে যায়।
দিবস ভরে আহার করে,
সন্ধ্যা হলেই বাসায় ফেরে —
কোনো শঙ্কা নাই।