যদি ইচ্ছে হয় ফিরে এসো,
পুরনো সম্পর্কের কাছে আমাদের কিছু দাবি আছে,
যেমন দাবি থাকে পুরনো ঐত্যিহের কাছে সময়ের।
সম্পর্ক পুরনো হয় অনুভূতি নয়।
এসো আরেকবার শরীর ভেজাই
পুরনো বর্ষায়,
কিছু কিছু ঋণ পরিশোধ করা যায় না জেনেও,
যারা আজ প্রতিনিয়ত নতুন সম্পর্ক গড়তে ব্যস্ত,
এসো তাদের কাছে খুলে বলি
আমাদের ইতিহাস।
এসো আরেকবার স্মৃতি হই,
প্রতিটি জীবনইতো স্মৃতির কঙ্কাল।