Skip to content

“স্বপ্ন নীল দিগন্ত”- মোঃ সাজ্জাদুল ইসলাম শাকিল

ইচ্ছে করে পাখি হয়ে
নীল দিগন্তে উড়তে,
রাতের আকাশ তাঁরায় ভরা
ডানা মেলে ঘুরতে।

মহাকাশে কি বা আছে
স্বাদ জাগে তাই দেখতে,
ইতিহাসের সাক্ষী হয়ে
নিজের নামটা লেখতে।

নভোচারী হয়ে সেথায়
নবীন সবে যাবে,
ভিন্ন গ্রহের প্রাণীর দেখা
খুঁজলে বোধহয় পাবে।

উল্কা পিন্ড গ্রহ পুঞ্জ
আরও কতো কিছু,
গবেষণার জন্য তাদের
ছুটবো পিছু-পিছু।

কেমন করে খুঁটি বিহীন
আকাশ করছে সৃষ্টি,
রহস্য ভেদ করবো মোরা
কেমনে পরে বৃষ্টি।

লেখার তারিখ:- ১০/১১/২০২৩ খ্রিস্টাব্দ

মন্তব্য করুন