আমাদের সুবোধ বালকেরা রাজনীতি করে!
কথা ছিল তারা সমাজ পরিবর্তন করবে।
তারা পরিবর্তন করেছে;
সমাজ নয় তবে, সম্পর্ক।
বিবর্তিত সম্পর্কে তাদের স্ট্যাটাস হয়েছে;
প্রিয় নেতা প্রিয় অভিভাবক।
তাদের জন্মদাতা পিতা,
এই সুবোধদের সাথে পিতার সম্পর্কে যে বড্ড তিতা।
তাদের অভিভাবকের কুরসি প্রিয় নেতার দখলে;
পিতার রক্তের মূল্য তুচ্ছ তাই।
হিংস্র হায়েনার গন্ধ তাদের নিঃশ্বাসে,
রাজনীতি? ধুর ছাই।
পেছনে নেতার শুভেচ্ছার করতালি ছাড়া;
তাদের আর কিছু নাই।