সিগন্যাল লাল হয়ে যাওয়ার আগেই বধির শব্দ শুরু হল
এবং দ্রুত মুরগির বাচ্চার মতো অল্পবয়সী ছেলে-মেয়েরা আসলো
আমি ভাবলাম, “একটা রুটির জন্য ওরা কি করবে না?”
জানালা পরিষ্কার করা, হুড পালিশ করা এমনকি কলম বিক্রি করা
গাড়ি থেকে আগে কিছু বাচ্চা একটি বেলুন পেয়েছিল, একটি সদয় উপহার
তাদের মুখের হাসি ছিল উপরের নীল আকাশের মতো বিস্তৃত
অস্পষ্ট থেকে আনন্দদায়ক একটি আকস্মিক পরিবর্তন হয়েছে
দারিদ্র্য এবং কষ্ট তাদের ভালবাসার আগে লুকিয়ে ছিল
শেষ পর্যন্ত, আমাদের সকল লক্ষ্য এক নয়
বিশ্বের মধ্যে রেস জেতার চেষ্টা
অর্থ, ক্ষমতা আর খ্যাতির পেছনে ছুটছে
তাদের খুশির মুখের চেয়ে উজ্জ্বল আর কিছুই ছিল না।