Skip to content

সাম্য তন্ত্রের সুফল– কাজী আনোয়ার হোসেন বাঘাবারো (Kazi Baghabaro)

কয়েক দিন পর নূর আরেক টি সমাবেশে সকলের উপস্থিতে কবিতার ভাষায় আরো বলেন।

সকল শিশুর পঠনে ; নিয়ম বাধ্যতামুলুক ;
পঞ্চম শ্রেণি উত্তীর্ণক ; হলে সরকার দায়িত্বক।
সরকার পড়াবে যতনে ; মেধা অনুসারে ধরণে ;
কেউ মুর্খ থাকে না সেথা ; কাজ ছাড়া আড্ডা মানা;
স্কুলেই খেলাধুলা জানা ; স্কুল খেলাধুলা আস্তানা।

পড়া ও নামাজ বাধ্যতা ; মুলুক নিয়ম রয়েছে ;
সকল ধর্ম লোক আছে ; পার্থনা স্বাধীনতা রাজে;
ছল মিথ্যার দন্ড তথা ; মিলেমিশে থাকা সভ্যতা;
দুখি দুস্ত অসহায়দের ; সরকারি আত্মত্যাগীরা ;
ঔষধ, খাবার দান দ্বারা ; নিয়মিত দেখভালে তাঁরা।

খাবার খেয়ে অবশিষ্ট ; কুকুর পাখি বিড়াল কে ;
দিয়ে ক্ষমা তাদের থেকে ; চেয়ে নিস্পাপ রাখে দিলকে।
অপচয় মানবতা নষ্ট ; পাপকে ভয় করে যথেষ্ট ;
পার্থনা করে কাজে যায় ; ধর্ম ভীরু তাঁরা সবাই ;
দেখে যে সালাম দিবেই ; কুশল প্রদান ওটাই।

1 thought on “সাম্য তন্ত্রের সুফল– কাজী আনোয়ার হোসেন বাঘাবারো (Kazi Baghabaro)”

মন্তব্য করুন