Skip to content

সাফল্যের সূত্র আছে — শাহ্ আলম আল মুজাহিদ

সাফল্যের সূত্র আছে,
ব্যর্থতারও কারণ আছে।
সকাল সাজে কলাগাছে,
অহেতুক কি বাঁদর নাচে?

পাখা গজায়, পিঁপড়ে নাচে,
লাফিয়ে ওঠে মরণ গাছে।
তালগাছ বলে, “আমি রাজা!”
দারুণ ব্যস্ত কচ্ছপ-ভাজা!

নদী হাঁটে বালুর পথে,
চাঁদ ঢুকে যায় কুমির খোঁপে।
রোদ্দুর চিঠি লিখে রাতে,
ভুলের মাঝে ঠিক ঠিক থাকে।

Tags:

মন্তব্য করুন