Skip to content

সাদা জল-আহমেত কামাল

সাদা জল
আহমেত কামাল

আপেলের ভিতর
ঢুকে পড়েছে উৎসাহ

হারুন ,দোকানদারি ছেড়ে দিয়েছে

সাদা জলের কথা মনে হারুনও কবি

লিখে রাখে
দিস্তা দিস্তা প্রেমের কবিতা

ওর আকাশ দেখে মনে হচ্ছে আজ, ইংরেজদের মতো হারুনেরও
গোলাপের চেয়ে আপেল অধিতর প্রিয়।

মন্তব্য করুন