Skip to content

সহসা সহাস্য নয়নিকা (৯)- অলোক নন্দন

অনেক তীরেই প্রতিদিন নৌকা ভীড়ে
চেনা স্টেশনে থেমে যায় কুমারী যত গাড়ি
নেমে যায় সব চেনা-অচেনা যাত্রী

আমিও নামতে চেয়েছি তোমার নয়ান বাহন হতে
আমিও অচেনা, শুনো কুমারী নারী৷

আমায় আগন্তুক রাখো,
করো জগতের মতো পর।

বরং দেঝাও সিংহদ্বার
আমি বিবাহিত নই
তবুও কেন ভাবছি নিজেকে বর?

তুমি কখনো আসোনি
এসত্যই সত্য হোক।

বিদায়, ওগো নয়নমেদিনী।

মন্তব্য করুন