ওই ঘোর ইন্দ্রজালের পটভুমিকায়
যতবারই ঘোরপাক খেয়েছে হৃদয়
দেখেছে অবারিত জ্যোৎস্না-ধারা
প্রকৃতি রসনায় সিক্ত প্রতিবিম্বিত নয়ানে
এক অনির্বাণ মৃগাঙ্ক কেটেছে সকল রঙ ইন্দ্রধনুর
আমরা চোখ মেলেছি বড় মুগ্ধ শীতের রাতে
দেখেছি, বাইরে যত কালো অভিসম্পাত করছে সবে
সীসার মতো ঝরে পড়ছে কুয়াশার আস্তরণ চোখের ইস্পাতে।
আমার এ জীবন মরিচা ধরেছিলো সে কবে
কৈশোরের নূতন অশ্রুপাতে।
যৌবন পেরিয়ে বয়েস যখন আরো
শুকিয়ে কাঠ হয়েছে সকল রাতে।
কেবলই তোমার ইন্দ্রধনুর রঙ
মরিচায় আবীর মাখলো আজ
আমি পেলাম নবপুচ্ছ,
কাটলো নবনীত পুরোনো সকল ভাঁজ।
তোমার ওমন হর্ষবিলাপ নয়নের সুভাষ
কলপের রঙে মাগে, পুরোনো তারের জং
বৃদ্ধ কুন্ডলিনীর আক্ষেপ যেনো জলফড়িং
আমার জীবন ছোটে আমার আগে
তোমার নয়ন-তুষার অভিসম্পাত রাগে।