Skip to content

সহসা সহাস্য নয়নিকা (৭)- অলোক নন্দন

এসব কোনো প্রেম নয়
নয় কোনো আর্ত-টান

নয় কোনো চুম্বকীয়-বেগ
একদমই মায়া টায়া নয়।

ওরা বলুক যা বলে আসছে সবাই
গাওয়া গান করুক যতবার ভালো শুনায়।

পৃথিবীর মানুষ আমরা ঠিক কতটা শব্দ জেনে গেছি?
কতটা জেনেছি যে কি কি এখনো অবশিষ্ট?

হতে পারেনা কি?
কোনো এক মানুষের চোখের কোণে,
উঠোনে বা বারান্দায় অসীম এসে জোড়ে বসলো?

কেনো শুধু শুধু প্রেম বলে আটকে রাখবো তাকে?
কেবলই চেয়ে থাকা, অসীমের স্বাদ নিয়ে।

একটা বিকল্প জীবন কাটানোর ফন্দি আটা যাক?

মন্তব্য করুন