আমি প্রশ্নবিদ্ধ হয়ে থাকি
উৎপেতে থাকি জীবনের মৌমাছি সব
পালানোর আকাঙ্ক্ষায়।
তোমার হর্ষধ্বনি আমার কানে প্রতিধ্বনিত না হোক।
তোমার লাস্যময়ী আচরণ, মারমেইড-স্বরুপিণী,
আমায় ডাকতে পারার আগে, আমি না হয় দুচোখ ধার দিয়ে
সমুদ্রবিলাসে যাবো।
নীল সাগরের জলে শুকিয়ে নিবো
এযাবৎ জীবনের যতো টানা-পোড়েন।
বরং সূর্য তথা মহাবিশ্বের সাথে অনিয়ম করে
আস্ত একটা জীবন কোনো ঘুমের ভিতর
কাটিয়ে দোবো।
তবুও তোমার সম্মুখে আমায় না করেন যেনো বিধাতা
তবুও তোমার আকাশে আমার অস্তিত্ব ফোড়ল না কাটুক।
নির্বাণ না পাক, লীন না হোক।
কেবলই আগমনের মুগ্ধতায় কাটিয়ে দিক না হয়
এক-দুই-তিন; চার-পাঁচটা জীবন!