বরং বিষপান করার অনুমতি দাও,
আরেকবার ওই নয়ন-সুষমায় যুগলীকরণের আগে,
আরেকবার ওই তিক্ষ্ণ-দৃষ্টি আমায় প্রেমনামের দীক্ষা দেয়ার আগে,
বরং শুল করো তোমার দৃষ্টি-যুগলের ক্ষিপ্রতাকে, বিধো এবুকে সব আগে
আমি বরং মরণের সুখ পাই ওই লোলুপ-ধ্বনিতে ডাক পাওয়ার আগে
আমি বরং বিষপান করে মারা যাই, তোমার আনন্দলহরীতে
অশ্রুস্নানের আগে।
তোমার স্পর্শরা আমায় স্পর্শ না করুক!
আমি অচ্ছুৎ থেকে যাবো আজীবন।
অস্তিত্বের সকল ভয়কে সযতনে রক্ষা করবো।
ওরা বরং খুটে খুটে খাবে আমাকে।
তবুও তোমার ওমন সহাস্য নয়নলোকে
আমি ডুবে যাওয়ার আগে,
এই শরীর খোয়ার আগে,
তুমি দুইবার আসার আগেই,
আমি বিষপান করবো।
মরে গিয়ে বেঁচে যাবো
তোমার শিকার হওয়ার আগে।