এক অনিমিশ্র নিরার্ণবে পড়ে যে ব্যক্তি
প্রাণ-হারানোর ভয়কে হারায়।
সর্বহারার দলে ভিড় করে যে ছেলেটি
পরিপূর্ণ জীবনের সম্ভাবনা লহিরীকে
তোয়াক্কা না করে যে মৃত্যুজলে গা ভাসায়।
সবাই জানে, ওই ব্যক্তিটি সমাজচ্যুত হয়েছে।
ওই ছেলেটি পাগল হয়েছে।
ওদের দু’জনের যখন দেখা হলো একদিন
একই পেয়ালায় ওরা পান করলো
তোমার নয়নরেখার মায়া-জলধি৷
অতঃপর ওরা পেলো তোমার পরিচয়ে
আরো কিছুদিন জীবন-বেলায় কাল-বিলম্বের স্বাদ।
তোমার পরবর্তী হাসি-রেখার মায়া-জলধি
ওদের এই জীবনের রঙমাখার রঙতুলি দিক।