Skip to content

সহসা সহাস্য নয়নিকা (৩)- অলোক নন্দন

আজন্ম শুষ্ক সুষমায় নীরবে ঝরে পড়ে যে ফুল
একদিন হঠাৎ তোমার উপস্থিতি বৃষ্টি হয়ে এলে

গোটা পৃথিবী জানলো তোমাকে আশির্বাদ নামে।
আমি সচকিত যদি বন্যা হয়ে পড়ো?
ভেসে যাবে আমার সাধের বেল-পাতার ঘর
আমি হারাবো বর্তমান সব ঠিকানা।

অথচ ভেবে এই সুখ হলো
ভাসবো আমি ভাসবো তোমার জলে।

যাই না যতই অজানায় শিহরণে
তোমার স্পর্শমাঝে যে মুগ্ধতা রয়েছে
তা আমায় ভুলিয়ে রাখবে কাল-মহাকালের থেকে।

লোকে বলবে আমায় বোকা
সুরার নেশায় তোমার আশ্রয় করছি পান।

ওরা কেউ জানে না,
আমার ঠিকানা হারিয়েছে বহু-আগেই।
মন্বন্তরে আমি হয়েছি সে কবেই
সুফী-দরবেশ, সন্ন্যাসী-পথের বাউল।

আমি সে কবেই অস্তিত্বের
গোপন-কান্নার কাছে হার মেনেছি।

তাই তোমায় ওমন আবেশময় ধারায়
ঠিকানা হারিয়েও আমি ঠিকানা পেলাম।
হে অনন্যা-নিরাশ্রয়ী নিষ্প্রতিভ নয়নিকা।
তোমার একাকীত্বে হতে চাই শতভাগ একা।

মন্তব্য করুন