সহসা হৃদি আসে
সহসা মিলিয়ে যায় সে
একটা বিন্দুর মতো মুহূর্ত পরিমাণ রইলো সে
অথচ অনন্তের স্বাদ যায় ক্ষণিকের আবেশে
হৃদি তবুও সুহৃদ নয় সে
তাই কখনো জানতে পারে না সে
ওই এক-বিন্দু হাসিতে ক’টা হৃদয়ে বসন্ত আনে সে
মৃত্যু-মরুর বুকে কত’টা শুন্য হৃদয় অনিমিখ সে আবেশে
আরো একটা জীবন বাঁচার স্বপ্ন দেখিয়ে সহসা
মিলিয়ে যায় সে৷
যেনো অযুত ব্রহ্মান্ড লন্ড-ভন্ড হয়ে গেলো!
সহাস্য-নয়নিকা সে বালিকা কিছু টেরই পেলো না।
সহসা এমনি আসা-যাওয়া
শ্রীবিষ্ণুর নিদ্রাভঙ্গের মতো
কতগুলো ছেলেহৃদয়েঃ ‘সৃষ্টি-স্থিতি-লয়’
তবুও কতটা স্বাভাবিক!
এই লীলা যেন তার নিত্য-নৈমিত্তিক!