কি যেন নাম বলেছিল?
নেশায় চুর হয়ে টলতে টলতে,
ডিম্বকান্তি, আদুর, যুগশক্তি…
আর বলেছিল, ইশ্বরে তাদের অপার ভক্তি,
পরলোকের ডাক না কি মাঝেমাঝেই শোনে,
অত্যন্ত সজ্ঞানেই তারা চলেছে মোক্ষ সন্ধানে।
আরও বলেছিল:
নিজের প্রয়োজনে সবাই শরণাপন্ন হয়
ঈশ্বর, ডাক্তার, আর দালালদের কাছে,
ঈশ্বর নিজের আখের গোছান না
ডাক্তার কখনও ঈশ্বর, কখনও দালাল,
নেতারূপী দালালরা, নিমেষে সর্বস্বান্ত করতে পারে,
,যদিও সবাই অসহায়, অমোঘ নিয়তির কাছে।
জীবনকে ফাঁকি দিতে,
এক টুকরো জীবনের খোঁজে ঘুরে মরা,
জ্ঞানপাপী হয়েও, মেনে নেওয়া কাপুরুষতা,
তারিয়ে তারিয়ে উপভোগ্য, নিজের অনন্ত দুর্দশা।
একাকিত্বের অভিশাপ তুড়ি মেরে ওড়ানো যায়,
একেবারে সর্বস্বান্ত হতে পারার আনন্দে।