Skip to content

সমঝোতা বজায় রেখো -রাজা চক্রবর্তী

তোমার জন্য খুলেছি আজ
মনের শত দরজা।
বাতাস কেমন বইছে দেখো
উড়ন্ত এক সজ্জা।

সাদা ফ্রগ আর সেমিচ টপ
পায়ে হিল জুতো।
চোখের তারায় আই শ্যাডো
নিতম্বে চুল সুতো।

মন কি সাদা? না রাতের আঁধার
বুঝতে করি ভুল।
হৃদয়ের চাপা উত্তপ্ত বাতাস
যেন চোখের চক্ষুসুল।

লিপস্টিক মাখা ঠোঁটের ছাপ
দেবে নাকি গালে?
টিস্যু পেপারেই মুছেবে দাগ
সে দাগ ক্ষণকালে।

হৃদয়ের ছাপ হৃদয়ের আঙিনায়
বাহ্যিক দাগে নেই মানে।
শুধু শিহরণে রোমাঞ্চিত হয় মন
খানিক সময়ের ব্যবধানে।

ম্যানিকিউর করা পঞ্চ নখের
কত পালিশের বাহার।
শাঁখা পলাগুলো হাতে থাকলে
কত না দিত ঝংকার।

পুরুষের আছে অসীম দৃষ্টি শক্তি
নিখুঁত খুঁজে বের করা।
ভালোবাসা এক নিষ্পাপ শিল্প
সকলের হয় না গড়া।

নারীরা সাজে কারণ একটাই
চোখের দৃষ্টি দুর্বল।
কোনটা ভালো কোনটা মন্দ
ডিটেকশনে হয় না সফল।

সবাই যে সমান, তা কিন্তু নয়
কিছু চোখে দৃষ্টি প্রবল।
একবার দেখেই চিনে যায় সোনা
আসল না নকল।

হৃদয়ের মাঝে হৃদয়ের ফ্রেমকে
হৃদয়ের শিকলে বেঁধো।
চাওয়া পাওয়া গুলো দুজন দুজনার
সমঝোতা বজায় রেখো।

1 thought on “সমঝোতা বজায় রেখো -রাজা চক্রবর্তী”

মন্তব্য করুন