বিচারপতি—-বিচার করো
সত্যের বিচার চাই,
দেশের মধ্যে কোথাও এখন
সত্যের দেখা নাই।
হুকুম করো সত্যের ধরতে
সত্য কোথায় আজ,
সত্য গোপন হলো ক্যামনে
ধরছে নানা সাজ।
সত্য এখন –ফোকলা দাঁতে
হাসির খোরাক হয়,
দাঁত কেলিয়ে উড়ে বেড়ায়
পাচ্ছে নাকো ভয়।
সত্যের বিচার করতে হইবে
বিচারপতি সাব,
সত্য আজকে নানান রূপেই
দেখায় নানা ভাব।
বিচারপতির—বুকের মধ্যে
মিথ্যা কোথাও নাই,
সত্য তবেই কোথায় গেলো
জানতে মোরা চাই?
সত্যের ধরেই খামখেয়ালির
জন্য ফাঁসি দাও,
সত্যের বিচার বিচারপতিই
শুনতে সবে চাও??
দারুণ লিখেছেন প্রিয় কবি