তুমি ভালোবাসা হয়ে গেছো
হয়তো ছিলে, আরও থাকিবে বহুক্ষণ
তুমি অভিমান করেছিলে
নাকি আমি ভুল বুঝেছিলাম
তুমি চুপ করে ছিলে
আমি থমকে দাঁড়িয়ে গেলাম
ভাবলাম এই তো সেই ভালোবাসা তুমি যা চেয়েছিলে
চেয়েছিলে তোমার, তোমার প্রিয়ের কাছে
আমার কাছে তো নয়
আমি শব্দহীন রইলাম কিছুক্ষণ
তারপর? …
আমি জানি শতাব্দী পেরিয়ে যাবে
আসবে নতুন সকাল
আমিও তার সাথে চলে যাবো
তুমি রয়ে যাবে, রয়ে যাবে তব অভিমান
আমি বয়ে যাবো, কথা হয়ে যাবো
নতুন সকালে নতুন কারোরে ভালোবাসিবো
আমি সূর্য হয়ে জ্বলবো
আলোকিত হবে মম চারিপাশ
আলো ছড়াবে আমার নতুন
আমি বাঁচবো আবার আলোর পরশে ছুঁইয়ে প্রাণ।