সং সেজে ঢং করে,
আবুল তাবোল গান করে।
নাকে চশমা, গালে পাউডার,
গলায় ঝুলে ঘুঙুর-হার।
চড়চড় ঝনঝন ঢোল বাজে,
টিনের ডুগডুগি সাথে সাঞ্জে।
জুতো পরে মাথার তালে,
নাচে সে হিজিবিজি কালে!
ধামাধামি পকেটখালি,
তবু সে রাজা রঙিন গালি।
পিঁপড়েও হাসে, কেঁচো চমকে,
যখন সে ঢংয়ে গান জমায় তমকে!
ফুল প্যান্ট পরে গাছের ডালে,
হাসে সে শুধু আপন খেয়ালে।
সং সেজে ঢং করে,
আবুল তাবোল গান করে!