Skip to content

সংযত অনুশাসনে – সুপ্রিয় ঘোষ

মানুষের বোধ, ভাল মন্দের চর্চায় মোড়া,
ন্যায়-নীতির আপেক্ষিক বিচারের আদালতে।
আঁচড়ের ক্ষত – দৃশ্যমান অথবা অদৃশ্যে,
কিংবা মলমের প্রলেপ, যন্ত্রণার উপশমে,
সমূহ সংস্কারের উদ্ভাবনা, প্রবর্তন,
এই তো সমালোচনার ব্যাপ্তি,
তাতেই গঠিত জীবন, তার সৃষ্টির সম্পৃক্তি।

ক্রমাগত তোয়াজ, তদ্বির – প্রবণতায়,
তুষ্ঠতার সকল স্তোত্রপাঠে,
প্রশংসার প্রশান্তি যোগায় উদ্যমতা,
ভুল সংশোধিত হয়, নির্দিধায়, হাসিমুখে।
ক্রমান্বয়ে ঈপ্সা – প্রশংসা প্রাপ্তিতে
অহমিকার ফল্গুধারা বয়, অন্রাভিমুখে।
ভেসে আসে,
তখনই নিন্দার বাতাসে
নিন্দুকের অযাচিত কন্ঠস্বর, চারিদিক হতে।
আলো নিভে যায়,
চারিদিকের অশরীরী ছায়ারা ভর করে,
রিক্ত, নিঃস্ব সে কায়া, হাতড়ায়,
সমীচীন আলোর দিশায়,
কর্মস্পৃহার কাঠিন্যের অবস্থান্তর ঘটে,
তরলের গঠনে, হয় বহমান নীচের দিকেই।

‘ভালবাসি’ বলে যেখানে থামার ছিল,
হ’ল না থামা।
আরও কতো কী, রঙের প্রলেপ,
আরও কতো কী, আশার রোশনাই,
মনাঙ্গনে সানাই বাজিয়ে দিল।
জীবনের সূক্ষ্ম বিনুনি যত,
সময়ের সাথে সাথে হ’ল অগোছালো;
ধীরে ধীরে কবরী আলগা হ’ল,
মেলে দিল কেশ,
দেখা গেল সে রঙ, হয়েছে আবছা বেশ,
শিমুল, পলাশ, বকুল – হারিয়েছে রঙ,
ভুলের মাসুল গুনে স্বপ্নেরা হারিয়েছে ঢঙ,
স্বকীয়তার অভাবে,
তখন বলেই বা কি লাভ ?
তবু, চলতে হয়,
সমালোচনার সেই রাজপথে,
অবহেলিত সেই জনপদে
এগোতে, এগোতে, হয়তো,
আত্মঘাতী, বিধ্বংসী আঁধারের
মতে মত দিতে হয়।

কোনো ভাবেরই সরলীকরণ
সহজলভ্য নয়,
সময়ের সাথে সাথে,
তারই গতিতে চলতে, চলতে,
চারিদিকের অনুবর্তি ভাবনার, বিচারের,
প্রবল স্বাধীন এক বল, প্রতিভার, প্রাজ্ঞতার,
অনুভব করা যায়।
ছদ্ম বিবেচনা, অবিবেকবান দায়িত্ব-কর্তব্যহীন,
সমূহ পীড়নে, দোহণে, শোষণে – অসহ্যকর যখনই,
তখনই হয়,
দেব-দ্বিজ বেদদ্রোহী।
যাবতীয় সংশয়, অসন্তোষ, অহং পরায়ণতা,
নির্মোহভাবে দায়ী সমালোচনায়।

পক্ষতাড়িত সমালোচনা, সাহিত্যের জন্য নয়,
কাব্য জগতেরও অভ্যাসের নয়;
চিন্তাশীল পাঠক মাত্রই সমালোচক।
লেখকের বোধের গভীরতা, গাম্ভীর্য,
স্পষ্টতা, শিল্পের সাজসজ্জা,
রুচিবান পাঠকের মজ্জায় সজ্জিত।
রসজ্ঞ পাঠক, সূক্ষ্মতার অনুধাবক,
ভাবুক পাঠক, অন্তর্গত সমালোচক
বিচারে তার নেই কোনো সায় অন্তরের,
শুধুই বাইরের দায়,
নিয়মের নয়, বিচার করেন ইচ্ছা মতে।
সমালোচকই চেনায় প্রকৃতভাবে,
সাহিত্যের, কাব্যের স্বীকৃতির স্বাক্ষর দানে,
তার অর্থ আর মূল্য চলে যে সমান্তরালে,
বোঝার দায় তো থাকে আবডালে,
পাঠকের সমালোচনার কব্জায়।

@সুপ্রিয় ঘোষ, কোলকাতা,

মন্তব্য করুন