তবে, শ্রাবণ আসুক,
গানে গানে তোমায় সাজিয়ে তুলব,
থাকবে সারি সারি দোলনা, বাতাসে সরগমের ছন্দে,
ঘূর্ণায়মান কুঁড়ির ঘোমটা খুলে যাবে,
স্বপ্ন থেকে জাগাবো তোমায় সেদিন,
চুরি করবো তোমার মন…..
গানে গানে….. কানে কানে…..
রঙে রঙে….. দিক দিগন্তরে…..
ডালে ডালে…. পাতায় পাতায়…. ভরিয়ে তুলবো তোমায়,
শ্রাবণ আসতে দাও…..
দ্যাখ এই অহংকার আমাদের,
আমরা বাতাসের পূজারী,
আমরা জমিন-আসমান মিলনের আরতি করেছি,
এখন আমি রাজি হব না,
তবে, তোমায় সাজাবো হৃদয়ের আয়নায়
গানে গানে….. কানে কানে…..
রঙে রঙে….. দিক দিগন্তরে…..
ডালে ডালে…. পাতায় পাতায়…. ভরিয়ে তুলবো তোমায়,
শ্রাবণ আসতে দাও…..
বজ্রের বেপরোয়া ভয়ে নিজেকে সীমাবদ্ধ রাখে না;
তোমাকে শাস্তি দেবে না কখন,
শ্রাবণ আসতে দাও….
মেঘ থেকে বৃষ্টি,
বজ্রের বেপরোয়া আচরণে কলঙ্কিত হয়ে যাবে…
আমাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে,
আমার হৃদয়ে বসতি স্থাপন করবে…..
আলিঙ্গন করবে,
গানে গানে….. কানে কানে…..
রঙে রঙে….. দিক দিগন্তরে…..
ডালে ডালে…. পাতায় পাতায়…. ভরিয়ে তুলবো তোমায়,
শ্রাবণ আসতে দাও…..
কবিতা পড়ুন কবিতাকে ভালবাসুন