Skip to content

শ্রাবণের বিপ্লব ২ – আনোয়ার হোসেন চৌধুরী

শ্রাবণের কদম ফুল ভিজেছে,
সুবাস ছড়িয়েছে সারা শহর জুড়ে।
উড়ে উড়ে দূরে বহু দূরে,
যতটা পথ ভেসে ভেসে-
হারিয়ে যাওয়া যায়।
ছুঁয়ে গেছে কাম্পাস থেকে ক্লাসে,
বসে গেছে অপেক্ষায় কারো পাশে।

মিছিলে ছুঁটেছে,
পোস্টার ছুঁয়েছে,
শ্রবণে গেছে স্লোগান ছুঁয়ে ছুঁয়ে।
অধিকার চেয়েছে,
দাবি তুলেছে,
মিশে গেছে মাটিতে,
জমাট বাঁধা রক্ত চুইয়ে চুইয়ে।

এই বর্ষায় কদম ফুল ওঠেনি-
কোন প্রেমিকের হাতে।
শান্ত দীঘির কেশ কুমারী, কিংবা-
গোজেনি কেউ খোঁপাতে।
সাদা ছটার সোনালী সূর্যদয়-
উত্থানের দিন এলো নতুন প্রভাতে।

দাঁড়কাকটা বসেছিলো ডালে,
বৃষ্টি স্নাত ভেজা পাতা, আর-
ক্ষত বিক্ষত ছালে।
কারফিউ চোখে, বেরিক্যাড ভাবনায়,
শহরে আজ মরণ অঙ্গীকার।
এপার ওপার জনমানুষ মিশে একাকার-
গন্তব্য ফুরিয়েছে অপেক্ষার।
বুকের ভেতর বধ ডেকেছে হুংকার,
জাগো বাহে…
কোনঠে সবাই…

………………………….
২৫ জুলাই, ২০২৪
মন্ট্রিয়াল, ক্যানাডা।

মন্তব্য করুন