Skip to content

অনেক দিন তুমি আর কথা বলনি,
আমি জবাব গুছিয়ে গুছিয়ে,
কাপড়ের তাকের মতো রাখি।
আমি লজ্জায় আর জবাবের মুখে,
রাখিতে পারিনা চোখ।
আমার জবাব জেনে গেছে,
তুমি ছাড়া আমার আমরন শোক।

2 thoughts on “শোক”

  1. এ কে দাস মৃদুল

    অনেক সুন্দর অনুভূতির বেশ অসাধারণ একটি কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ কামনা অবিরাম

মন্তব্য করুন