Skip to content

শৈশবস্মৃতি- আওয়াল হোসেন টুটুল

আজও চোখে ভাসে নানারঙ শৈশব।
জীবনচলার পথে সকলই হারিয়ে
খুঁজে ফিরি হারানো সে বৈভব।

রাখাল ছেলের সাথে মাঠে-ময়দানে
কতো যে খেলেছি ডাংগুলি,
গাছের ছায়ায় বসে চড়ূইভাতিতে
বানিয়েছি কতো পিঠাপুলি।
দুঃখ-ক্লান্তি-হরা, সোহাগের রঙঝরা
মধুময় স্বপ্নেরা আজ কই সব?

বর্ষার মাঠভরা কাদা ও পানিতে
দুরন্ত ছেলে দলে দলে
সারা গায়ে কাদা মেখে কতো যে খেলেছি ,
ঝাঁপায়েছি পুকুরের জলে।
কোথা গ্যালো ছেলেবেলা! সেই হাসি, সেই খ্যালা?
অন্তরে দ্যায় দোলা সেই অনুভব।

মহিষের পিঠে চড়ে বাঁকা মেঠো পথে
তুলেছি মধুর সুর বাঁশিতে,
অসুখের ছুতা করে পাঠশালাতে,
পালিয়েছি খেয়াল আর খুশিতে
আজ শুধু দায়ভার! প্রীতিময় দিন আমার
কেড়েছে এ সংসার-সংস্রব।

বরুয়াজানী, ২০২৫-০৮-০৩ রবিবার, রাত ০২:৫১

প্রথম প্রকাশ: ত্রৈমাসিক প্রতিধ্বনি, প্রথম বর্ষ, প্রথম সংখ্যা, জানুয়ারি ২০২৬।

মন্তব্য করুন