Skip to content

শেষের কবিতা – অভিজিৎ পল্ল্যে

কলম তুলেছি তোমার
সান্নিধ্যের আঁচড়ে ৷ তুমি একটা বাঁকা নদীর মতো

পাড় ভাঙার অপেক্ষার জলোচ্ছ্বাস

একসারি বনলতা পথ ছেড়েছে ৷সেখানে স্তিমিত হয়ে বসে আছে মলিন ঘাট ৷আমার শেষের কবিতা

মন্তব্য করুন