Skip to content

শুভ বিজয়া – প্রশান্ত শঙ্কর

দশমী মানে মন খারাপের মেঘ,
দুএক পশলা বৃষ্টি হয়তো হবে ৷
কিশোরী মেয়ে পেয়েছে চিরকুট,
“পরের বছর আবার এসো তবে “।
 
  সব লেফাফা খোলা হয়না হয়তো
  কিছু শব্দ নিঃশব্দেই থাকে ।
  শব্দ শরীর শিশিরে হয় আদ্র ,
  চিরকুট ভাসে “অলকানন্দা জলে “।
 
কিছু দূরত্বে স্পর্শের আস্বাদ …
  কিছু স্পর্শ দূরত্ব দেয় মেপে ।
  ফিরতি ট্রেন বাতিল হলে পরে
  কিশোর ছেলে ধান দেবে  আজ মেপে।
 
  দশমীতেই বছর শেষ হয়,
  একাদশীতে আবার দিন গোনা ।
  ফিরবে কবে ভিনদেশী সেই মেয়ে
  অবুঝ কিশোর নির্বাক আনমনা ।

                —-*—–

   
   
   

   

   
   
   

মন্তব্য করুন