Skip to content

শুভেচ্ছা নিও প্রিয় – আনোয়ার হোসেন চৌধুরী

মাঝে মাঝেই তোমাকে-
বেলি ফুলের মালা দিয়েছি।
ভাবনা এমন যে,
শুভ্র গন্ধে তোমাকে ধরে রাখতে চেয়েছি-
মালার গাঁথুনিতে।
একেকটা ফুলের বুক চিঁড়ে-
সুতা সমেত,
সুঁই চলে যায় এফোঁড় ওফোঁড়।
যেনো গভির পরাগায়নে,
গোপন ভ্রমর।
তুমি হয়ে যাও গন্ধ,
আমার পৃথিবী জুড়ে।
যেখানেই থাকি যত দূরে।

আমাদের সুর্যদয় থেকে সুর্যাস্ত,
পাওয়া না পাওয়ায় ব্যাস্ত।
ফাঁকে ঘুমের ঘোরে নিঃশব্দ স্বপ্নের-
মধ্যাহ্ন ইন্টারভেল।
ছুঁয়ে ছুঁয়ে থাকে সোনালী রোদের-
ফয়েজ লেকের বিকেল।
গোধুলীর পাড়ে সমুদ্রের গর্জনে,
শুচিতা হলো রচিত জীবন।
আলোর জন্মে রুপান্তর হয় আমাদের-
এপারের পথ চলা।
ওপড়ের কথা বলা-
কৃতজ্ঞতায় অর্পণ।
আর, নতুন রক্তেই আমাদের দর্পন।

আজ এতো দূরে আছি,
কয়েক শতক পুরানো শহরে।
কফির গন্ধে ঘুম পালানো প্রহরে,
বেলি ফুল দেখিনা,
বেলি ফুল নাই।
তবুও তোমার গন্ধ পাই।
মনে পড়ে দিব্য ক্ষণ,
আমাদের অবাক অনুরণন,
শুভেচ্ছা নিও প্রিয়,
নিও ভালোবাসা স্পর্ষ।
বেলি ফুলের গন্ধ নিয়ে,
পালিয়ে গেলো আরেকটি বর্ষ।

৮ জুলাই, ২০২৪
মন্ট্রিয়াল, ক্যানাডা

মন্তব্য করুন