Skip to content

শুধু তোমারি জন্য-প্রণব কুমার সত্যব্রত

তোমারি জন্য ভোর হয়নি
এখনো হয়নি সকাল
তোমারি জন্য শিউলি ফোটেনি
অপেক্ষায় এখনো বিকাল।

তোমারি জন্য ফিঙ্গেদের ভালোবেসে গান গাওয়া
তোমারি জন্য বহে বাতাস,লোক শূন্য দাওয়া।

তুমি আসবে বলে অপেক্ষারা কাটায় প্রহর
তুমি আসবে বলে জোনাই জ্বলে কোজাগরী নহর।
ফুলে ফুলে আজ ভরে গেছে গাছ
বসন্ত এখনো আসেনি
তোমারি জন্য অকাল বোধনে ফুটছে শরৎ কামিনী।

তোমারি জন্য প্রিয় তম আমার হাজার দুয়ার খোলা
তুমি আসবে বলেই পাখির ঠোঁটে তোমারি আগমনি গাওয়া।

তুমি প্রিয়তম আমার প্রিয়ময় আমার
তোমাকেই ভালোবেসে একশেষ
তুমি আমার সুন্দরী ওগো অপরুপা বাংলাদেশ।

মন্তব্য করুন