কেউ বেচছে স্বপ্ন নিজের
কেউ বেচছে নিজের ইচ্ছা,
অসহায় কেউ রাত্রি বেচে,
কেউ পেটের দায়ে লজ্জা।
কেউ বেচছে চোখের কাজল
কেউ বা কাজললতা,
কালশিটে দাগ ঢাকতে বেচে
মনের কোমলতা।
কেউ বেচছে পায়ের জমি
কেউ বেচে দেয় আকাশ,
কেউ বেচে যায় শুকতারাটার
টুকরো বারো মাস।
এক চিমটে আশার কিরণ
কেউ দিচ্ছে তাও বেচে,
এক মুঠো সুখ খোঁজে পাগল –
সব বেচে দিন শেষে।