প্রজাতন্ত্র চার কাঁধে যায়
গণতন্ত্র শ্মশান যাত্রী,
রাষ্ট্রযন্ত্রের উপঢৌকনে
ভাঁড়ার সদাই ভর্তি।
মায়ের আঁচল রক্তে মাখা
তোমার টেবিলে মাংস,
অংশীদারের লকলকে
জিভ চেটে ফেরে ভগ্নাংশ।
মুখ বুজে শব যত উৎ’শব
দাফনাতে হবে রাতে,
বুদ্ধিজীবীও ঘুরে ফেরে দেখি
মাদুলি গলিয়ে হাতে।
শিক্ষিত আমি! নাকি আমি শিক্ষিত?
সন্দেহ বুকে বাজে,
তবু বেঁচে আছি বোকা@দা হয়ে,
শত সহস্র মাঝে।