Skip to content

শিক্ষক দিবসের কবিতা -প্রশান্ত শঙ্কর

অকাল বাদল ভিজিয়ে দিলো চোখ ,
    পা চিনলো স্কুলের চৌকাঠ ।
    আমার পায়ে ,স্কুল পালানোর দৌড় ,
    স্যারের হাতে ,রবির ‘সহজ পাঠ’ ।
   
  
    আমার ছিল শিকল ছেঁড়ার পণ ,
    স্যারের আবার বশ মানানোর শখ ।
    আমি তখন খাঁচায় আটক পাখি l
    আকাশ আঁকছে  স্যারের সাদা চক ।
   
      সেই আকাশে এক ছিল,’একে চন্দ্র ‘
      জ্যোত্স্না নিয়ে  নীরব অপেক্ষাতে
     স্যার আর আমি দুইজন ,’দুয়ে পক্ষ
        মিলে গেলাম  নতুন ধারাপাতে ।
     
       স্যারের হাতে স্লেট পেন্সিল খড়ি
      দোয়াত কালি অক্ষয় অব্যয়
      হাঁটতে থাকি একসাথে তিন বন্ধু
      স্যার ,আমি আর বর্ণ পরিচয় ।

      
      স্যার ছিলেন দীর্ঘ বাতিঘর
      আঁধার রাতে আমরা তরী সম
       ‘গুরু  সাক্ষাত পরম ব্রহ্ম’ এর মতো
       ‘ তস্মৈ শ্রী গুরুবে  নমঃ’ ।

মন্তব্য করুন