Skip to content

শামুকের খোল পড়েই আছে – সুবীর ভট্টাচার্য্য

একা একা, হদ্দ বোকা,
উল্টো বুদ্ধি, খাচ্ছে ধোঁকা,
চলতে থাকে হনহনিয়ে, সাথীর অভাব, বড়ই একা,
পাখির সাথে বলছে কথা, অভিমানী মাথার পোকা।
শুনছে কিছু, বুঝছে ভুল,
বিশ্বাসটাও মারছে গুল,
নিজের ভালো বুঝতে গিয়ে, সবটা শেষে ঘেঁটেই গেল,
টুকরোগুলো জুড়ে জুড়ে, তিল থেকে তাল করেই দিল।

রামগড়ুরের ছানা সাজে,
অহংকারের বাজনা বাজে,
খরগোশেরা বেড়ায় ঘুরে, ঈগল পাখি শিকার ধরে,
বেড়ালগুলোর নজর শিকেয়, ভাগ্য যদি ছিঁড়তে পারে।
দুদিন হলো বেরোচ্ছে না,
হয়তো নতুন ভাবনা?
পড়শীরা সব বিপদ বুঝে, দিচ্ছে দোরে ধরনা,
শামুকের খোল পড়েই আছে, নড়েও না, চড়েও না।

মন্তব্য করুন