শরৎ এর এই শহরে,
আমাদের অনেকগুলি দিন আছে,
আছে অনেক দূর রিকশা চলা পথ,
কাশ ফুলের গল্প জুড়ে আছে-
কথা মালায় আছে ভিন্ন অভিন্ন মত।
ছিলাম কখনো দূরে, আবার-
কখনো খুব ঘেঁষে।
নোনা জলে ভিজে অভিমান,
রঙ্গিন চোখ জ্বলে জ্বলে-
পুড়ে গেছে যৌবন হেসে।
উদ্দেশ্যহীন ঘুড়ির মত-
মেঘের ছায়া সঙ্গী হয়ে।
উড়ে যাওয়ার ইচ্ছা লয়ে,
ইর্ষান্বিত পাখায় করে-
হারিয়ে যাওয়া সাদ্যমত।
শহর জুড়ে শরৎ এলে,
আমাদের গল্প গুচ্ছে-
বিপ্লবের কন্ঠ ছুঁয়ে,
টিকে থাকে সব ভবিষ্যৎ ব্রত।
যে ফুল জ্বেলেছো খোপায়,
পাপড়ি খসে যায়,
শুকিয়ে বার্ধক্যের রঙ ধরে।
শহরের মধ্যবর্তি কোন কদমের ডালে,
সঙ্গিহীন এক দাঁড়কাক আছড়ে পড়ে।
যারা ছেড়ে গেছে তারে,
লোভাতুর হয়ে শরীরী গন্ধ আহারে,
সে কথা বলবে কারে?
তবুও কালো স্বচ্ছ দীঘির চোখে,
দেখে যায় মুখস্থ করা মুখ।
বৃথাই খোঁজা হারিয়ে যাওয়া সুখ,
কংক্রিট বনের এই-
শহুরে শরৎ এর পাড়ে,
বুকে শুঁকে নিয়ে,
কারো ফেলে যাওয়া দুঃখ।
শরৎ এর এই শহরে,
জলছাপ হয়ে মেঘ ভাসে আকাশে।
আগুন্তক এক বাস থেকে,
চটজলদি নেমে পালাবে কেউ,
ঘর্মাক্ত, লেপ্টানো বর্ণমালায়-
ভালোবাসা প্রকাশে।
প্রেমের এমন দুর্দান্ত চিত্র,
এই শহরই শুধু জানে।
কল্লোলিত কলোরবে সহস্র কানে কানে,
চুপি চুপি গোপন মহরতে।
নির্দয়, নির্দোষ ভালোবাসা,
আহৃত হয়, এমনি শরতে।
আর,
দিনগুলি রয়ে যায় আমাদের মতো।
শহুরে শরৎ একেবারেই-
অগোছালো,
নিষ্পাপ থতমত।
……………………….
৩ সেপ্টেম্বর, ২০২৪
মন্ট্রিয়াল, ক্যানাডা