Skip to content

শহিদ আবু সাঈদ -ফরহাদুল ইসলাম মোহন

উৎসর্গ: একজন যুবক-শহিদ আবু সাঈদ

বেবাক বিশ্ব জানুক -আমাদের একটি জুলাই ছিলো
জুলাইয়ের বুকে আবু সাঈদ ছিলো
আবু সাঈদের বুকে যুবক ছিলো
যুবকের বুকে যৌবন ছিলো
যৌবনের বুকে অধিকার ছিলো
অধিকারের বুকে সত্য ছিলো
সত্যের বুকে পিশাচের দল
জীবন নিয়ে গেলো!
০৩-০৮-২৪

মন্তব্য করুন