Skip to content

শহর জুড়ে সতর্কতা- বৃন্ত

এ শহরে বুকে জড়িয়ে নিতে পারি না তোমাকে,
কারণ- হারিয়ে যাবার ভয়ে বুকে বেঁধে রাখতে হয় সবকিছুই।
যদিও তোমাকে হারানোর ভয়টাই সবচেয়ে প্রবল;
ব্যাকপ্যাক বেঁধে বুক ফুলিয়ে হাঁটি সতর্কপায়ে…

মন্তব্য করুন