Skip to content

শপথ — তুলোশী চক্রবর্তী

শপথ
তুলোশী চক্রবর্তী

আড়াল থেকে তাকিয়ে দেখি
তোমার মুখটি বাড়ে বাড়ে
তুমিও প্রিয় চাও গো কেনো?
আমার দিকে আড়ে আড়ে,
লজ্জানম্র মুখটি তোমার
আমায় ভীষণ কাছে টানে
প্রস্ফুটিত সূর্যমুখী কিংবা পদ্ম
যতটা প্রেম জাগায় মনে।

সূর্য্যালোকের প্রথম প্রহর
যেমন লাগে মিঠেল
মাঝ গগনে তেজ কিন্তু
বাড়ে আরো অঢেল,
অন্তিমেতেও থেকে যায়
যেমন মনোমুগ্ধকর আভা
তোমার আমার প্রেম টি
হোক তেমনই মনোলোভা,
চিরজীবন সমান স্নেহে
রাখো যদি তোমার পাশে
রাহুর মত কোনো বাঁধা
আসবেনা তবে এ আকাশে,
ভূল না বোঝো প্রিয়
আমারে কোনো কালে
হিংসা ঘৃণা নেই কিছু
আমার মনের অন্তরালে,
শুধু আছে ভালোবাসা
আর বিশ্বাস কর্তব্য বোধ
এই তিন নিয়েই করছি
চিরদিনের চলার শপথ।

মন্তব্য করুন