Skip to content

শনিবার মেট্রো – আনোয়ার হোসেন চৌধুরী

শনিবার রাত,
মেট্রো চলেছে ছুটে।
অর্ধ অনাবৃত বক্ষদেশে সুগন্ধির চাষ,
ভিড়ের চাপে মুহুর্মুহু চারপাশ।
উপড়ে ক্রিস্টাল আকাশ,
আমার চোখে নক্ষত্র চকচকে।
দেয়ালে সাঁটা সরীসৃপ মেট্রো মানচিত্র।
এখানে চুম্বন হারায় না,
ভালোবাসা হারায় না,
মেট্রো আসে, মেট্রো যায়,
বরফ ঝরা শোকে,
প্রেম এখানে টিকিট কেটে ঢোকে।

গোলাপি নেশায় পৌরুষ বধ,
লবণাক্ত স্বাদের স্যাঁতসেঁতে,
শরীরের ভাঁজে ভাঁজে-
ধোঁকাবাজ শিল্পীর মূল্যবোধ।
তুষার লেপ্টে জমে যায়-
অপ্রার্থিত সংযোগ।
থর থর কাঁপে ঔষ্ঠদয়ে আহত আমোঘ।
সহসাই কুয়াশা লুকায়-
কালো হুডের ঘরে,
উষ্ণ প্রিয় রাত লুন্ঠিত হয়-
ববি সক্সের ঝালরে।

শনিবার রাত,
হাত বেহাত সুগন্ধি ক্ষেতে-
মেট্রো তখনো ছুটছে।
মন্ট্রিয়ালের ল্যাম্পপোস্ট ছুঁয়ে-
নিশা পতঙ্গরা জুটছে।

২৯ ডিসেম্বর, ২০২৪
মন্ট্রিয়াল, ক্যানাডা।

মন্তব্য করুন