Skip to content

শঙ্খচিল মেঘ – আনোয়ার হোসেন চৌধুরী

এখানে নীলের নিচে ভেসে বেড়ায়-
রঙের ছটার মতো শঙ্খচিল মেঘ।
জেগে থাকে অনন্ত দুরত্ব।
ফেলে আসা সময় যা আহত-
করে তোলে বার বার।
প্রতিদিনই চাই নতুন করে সাজাবার-
শুকনো, বাসি টুকরো টুকরো আবেগ।
এখানে নীলের নিচে ভেসে যায়,
এক টুকরো শঙ্খচিল মেঘ।

বসন্ত এসেছে এখানে শুনেছি।
লাল, হলুদ ফুল ফুটেছে অসংখ্য।
ডালে ডালে পরাগায়নও হয়েছে।
উদ্ভিত গর্ভমুন্ডে চলেছে,
প্রাচীন পদ্ধতির খেলা।
বাচাতে হবে পৃথিবীকে,
বাঁচতে হবে এই বেলা।
যতটুকু নষ্ট হয়েছি,
নষ্ট করেছি তার দ্বিগুন।
সবুজ ধর্ষন করেছি,
কংক্রিট পুতেছি শহরে।
মন ভেঙ্গেছি বীজ থেকে ভ্রূণ।

উষ্ণতা বাড়ছে এখানে দিন দিন।
পার্কে বেঞ্চ বরাদ্দ থাকছে না আর।
গত পরশু দেখলাম,
এক সাদা চামড়ার কবি,
খাতা খুলেছে তার কবিতার।
লিখছে কিছু হাবিজাবি,
কেউ দিয়েছে কষ্ট তারে, কেউ কেড়েছে সুখ।
কথায় ও শব্দে হয়তো একেছে কারো মুখ।
এখানে কেউ মুখ লুকায় না,
হাসে না কেউ অহেতুক।
তবু কাছে আসে,
দূরে যায়,
বিনিময়য়ে উদাস ভাবাবেগ।
এখানে নীলের নিচে ভেসে যায়,
এক টুকরো ভাবুক শঙ্খচিল মেঘ।

আমার দিন যায়, দিন আসে।
ঠান্ডা বরফের গন্ধ এখনো নিঃশ্বাসে।
শুষ্ক চামড়ায় শুধু ময়শ্চারের মিশ্রন,
ফেটে যাওয়া ঠোটে নেই গভীর চুম্বন।
ভাবনা আমার দুরত্বের ব্যাবধানে,
কেনো তুমি নেই এইখানে?
কয়েক মহাসগরের ঐপাড়ে তুমি,
এই পাড়ে আমি নাগরিক পরীক্ষায়-
বসেছি নিয়ে কাগজের কথা মালায়,
করতে প্রমান আমি পৃথিবীবাসী,
আমি যোগ্য।
কাটাকুটির এই ভু-গোল যজ্ঞ,
তৈরি করে শতবর্ষি গতিবেগ।
এখানে নীলের নিচে ভেসে যায়,
এক টুকরো অলস শঙ্খচিল মেঘ।

৭মে, ২০২৪
মন্ট্রিয়াল, ক্যানাডা।

মন্তব্য করুন