ভাঙ্গড় থানার অন্তর্গত কচুয়া গ্রামে এক অত্যন্ত গরিব চাষী রোমজান সরদার, নিজের নিজস্ব কোন জমি নেই বললে চলে, যা আছে তার পিতার কেবলমাত্র, তার উপর বাসস্থান, পরের জমি ভাগে চাষ করে, দুঃখে কষ্টের সাথে সংসার চালান তিনি, লেখাপড়া তেমন খুব জানেনা, পরের চোখের উপর নিজের চোখটাকে নির্ভর করে, হিসাব তেমন খুব জানেনা , ধরাই যায় লোকটা খুব বোকা, এমন লোক যখন চাষ করতে লাগে, চাষে কতটা লাভ এবং কতটা ক্ষতি হবে, সে হিসাবে তিনি জানেনা, সব কিছু গোলমাল।পাঠ ১