Skip to content

রোদের আত্মসমর্পণ -আহমেত কামাল

রোদের অাত্মসমর্পণ
,,,,,, আহমেত কামাল

ঘুমভাঙা সকাল অতোটা গোছাল থাকে না
যতোটা থাকে –
ঘুম।

প্রত্যেক সকালেরই নিজস্ব একটা অস্থিরতা আছে, অাছে
নানাবিধ হিসেব।

রোদ চুষে দিচ্ছে,,
বৃক্ষের মনখারাপ।

তবে, যে বৃক্ষের পাতা ঝরে না, তাকে আমি খেজুর
কিংবা
তালগাছ বলেই জানি।

রোদ তাল মেলাতে পারছে না, হাওয়ার সঙ্গে
হাওয়া নুয়ে পাতা নাড়ে
অাশ্বিনা ভঙিতে।

1 thought on “রোদের আত্মসমর্পণ -আহমেত কামাল”

মন্তব্য করুন