রঙের শহর দেখতে হলে
ঢাকা শহর যা,
শহর জুড়ে আছে দেখবে
সব মানুষের ছা॥
হরেক রকম মানুষ দেখে
ঘাবড়ানোর ভয়,
রঙের শহর রঙিন মানুষ
সহজ সরল নয়।
কেউবা হাসে কেউবা কাঁদে
শহর জুড়ে হায়!
বিপদ কালে কেউ আসেনা
ফিরে নাহি চায়।
গাঁয়ের মানুষ দেখলে তারা
আঁটে ধান্দার ফাঁদ,
সেই ভঙ্গিমায় দেখায় মানুষ
খিলখিলিয়ে দাঁত।
ইটপাথরের দালান কোঠা
ঝলমলানি ভাব,
শহর জুড়ে চোর পুলিশ যে
আছে বাপরে বাপ!
দেখে তাদের যায় না চেনা
রূপে নানা ভোল,
ওদের পাল্লায় মান খোয়াবে
ফুটবে নাকো বোল।