ভালোবাসার হাত বদল হলে মানুষ বদলায়,
যেভাবে বদলায় প্রকৃতি, শীতের শেষে
নতুন বসন্ত আয়োজনে ফুলে ফুলে ভরে ওঠে বাগান।
অথচ বসন্তও শেষ হয় একদিন, আবার শীত আসে।
খাঁ খাঁ শূন্য মরুদ্যান হয়ে যায় মানুষের মন।
একদিন সব ভুলের শেষে ফিরে আসার আকাঙ্ক্ষা থাকে।
থাকে ফিরে পাবার ব্যকুলতা, নরম নরম কণ্ঠস্বর।
ভালোবাসার হাত বদল হলে, মানুষকে বদলাতে হয়,
যেমন প্রতিমা বদলে যায়, ভিন্ন কারিগরে।
অসীম আগ্রহ নিয়ে যারা জীবনে আসে,
তারাই তো একদিন অনন্ত অনীহা নিয়ে চলে যায়,
তবুও এই অসীম আগ্রহ আর অনন্ত অনীহার মধ্যবর্তী
সময়কে আমরা ভালোবাসা নাম দেই।
অথচ সম্পর্কও কেমন বদলে যায়,
যেভাবে দিনের পর আসে রাত,
রাতের পর দিন।
সেভাবে ভালোবাসার হাত বদল হলে,
কোন সম্পর্কই হয় না চির অনন্ত, অমলিন।